চেনা মুখ (ছোট্ট গল্প)

লিখেছেন লিখেছেন আমীর আজম ২১ জুন, ২০১৩, ০৯:২১:২৬ রাত



আব্দুর রহমান সাহেব এলাকার একজন

প্রভাবশালী ব্যাক্তি। সৎ লোক যথেষ্ট

সুনাম আছে তার। একদিন রাস্তার

পাশে দাড়িয়ে তার নতুন বাড়ি তৈরির

কাজ তদারকি করছিলেন।

এমন সময় দেখতে পেলেন এক বৃদ্ধ লোক

রাস্তা পাড় হওয়ার চেষ্টা করছে। ঠিক

সেই মুহূর্তে বিপরীত দিক

থেকে একটি কার অত্যন্ত দ্রুত

বেগে ছুটে আসছে।

তিনি কি করবেন বুঝতে পারছিলেন না।

ভয়ে চোখ বন্ধ করে ফেললেন।

গাড়ি ব্রেক করার কর্কশ শব্দ শুনে চোখ

খুললেন। দেখতে পেলেন অল্পের জন্য

বেচে গেছে বৃদ্ধ। আর

গাড়ি থেকে বেড়িয়ে এসেছে সুদর্শন এক

যুবক যে হাত ধরে বৃদ্ধ কে রাস্তা পাড়

করে দিচ্ছে।

যুবকটিকে কেন

জানি চেনা মনে হতে লাগল আব্দুর

রহমান সাহেবের কাছে। মনে পড়ে গেল

তার জীবনে ঘটে যাওয়া দশ বছর আগের

একটি ঘটনা .................

ভীষণ অসুস্থ তিনি। হাসপাতালের

বেডে শুয়ে আছেন। অপারেশন

করা লাগবে। কিন্তু তার o- রক্ত

কোথাও পাওয়া যাচ্ছে না। সব পরিচিত

মহলে খোঁজ করেও যখন ব্যর্থ, জীবনের

আশা প্রায় ছেড়েই দিয়েছেন তিনি।

এই মুহূর্তে আবির্ভাব ঘটে এক ছাত্রের

যে নিজের রক্ত

দিয়ে তাকে বাঁচাতে সাহায্য

করেছিল। সেদিন তিনি এতটাই অভিভূত

হয়ে গিয়েছিলেন যে আজ দশ বছর পরেও

তার চেহারা হুবহু মনে আছে।

কিন্তু সেদিনের ছাত্রটির পরিচয়

না নিয়ে তিনি যে ভুল করেছিলেন আজ

আর তার পুনরাবৃত্তি করতে চাইলেন না।

ছুটে গেলেন যুবক টির কাছে।

আলাপ পরিচয়ের

মাধ্যমে জানতে পারলেন সেদিনের

ছাত্রটি ছিল একজন মেডিকেলের

ছাত্র। আর আজকে তিনি একজন দেশের

বিখ্যাত নিউরোসার্জন।

এত বড় একজন ডাক্তার হয়ে ও

তিনি সাধারণ মানুষের উপকার

করে যাচ্ছেন। আব্দুর রহমান সাহেব

ভাবেন, কেন দেশের প্রতিটি ডাক্তার

এরকম হয় না।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File